১। কোরআন ও সুন্নাহ আকড়ে ধরা। ২। সৎ কর্মশীলদের সাথে চলা ফেরা করা। ৩। ক্ষনে ক্ষনে ইমানকে নবায়ন করা। ৪। বেশি বেশি করে মিসওয়াক করা। ৫। দোয়া করাঃ- ৫.ক - আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু, ওয়া আসতাগফিরুকা লিমা লা-আ'লাম। ৫.খ - ইয়া মুকল্লিবাল কুলুব সাব্বিত কলবি আালা দ্বিনি। ৫.গ - রব্বানা আফরিগ আ'লাইনা সবরন, ওয়াতা ওফফানা মুসলিমিন। (আরাফ-১২৬) ৫.ঘ - রাব্বানা লা'তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাবলানা মিল্লাদুনকা রাহমাতান, ইন্নাকা আনতাল ওয়াহাব। (সুরা আল ইমরান, আয়াতঃ ০৮) ৫.ঙ - আল্লাহুম্মা ইন্…
দুআ মুমিনের হাতিয়ার। এই হাতিয়ার কখনও অচল হয় না। অচল হয়ে এর ধারণকারী। ধারণকারীর অপব্যবহারে হাতিয়া তার প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়নে ব্যর্থ হয়। দুআর ক্ষেত্রে আমরা প্রায়ই যে ভুলটা করি, তা হচ্ছে, দুআয় বাড়াবাড়ি। হাঁ, দুআতেও বাড়াবাড়ি হয়ে থাকে। কীভাবে? আসলে চাওয়ার মাঝে কিছু সীমা-পরিসীমা থাকে। এগুলো ডিঙিয়ে গেলে তখন বাড়াবাড়ি হয়ে যায়। আল্লাহ বলেছেন, 'বিনীত হয়ে সংগোপনে তোমাদের প্রভুর কাছে দুআ করো। তিনি বাড়াবাড়ি-কারীদের একেবারেই পছন্দ করেন না।' [কুরআন ৭: ৫৫] বেশ কয়েকভাবে দুআর মধ্যে বাড়াবাড়ি হয়ে থাকে। যেমন— (১) নিষিদ্ধ জিনিস কামনা — আল্লাহ তাআল…
সোশ্যাল লিংক