ইমাম বুখারী ২১৭ হিজরী সালে মাত্র ২৩ বছর বয়সে তিনি মক্কার হারাম শরীফে এই গ্রন্থের সংকলন শুরু করেন। দীর্ঘ ১৬ বছর পর ২৩৩ হিজরী সনে এর সংকলনের কাজ সমাপ্ত হয়। বুখারী শরীফের সংকলনকালে তিনি সর্বদা রোজা রাখতেন এবং প্রতিটি হাদীস গ্রন্থ সন্নিবেশিত করার আগে গোসল করে দু' রাকাত নফল নামাজ আদায় করে মুরাকাবা ও ধ্যানের মাধ্যমে হাদীসের বিশুদ্ধতা সম্পর্কে নিশ্চিত হতেন।
ডাউনলোড করুন সর্বাধিক বিশুদ্ধ হাদীস গ্রন্থ হিসেবে পরিচিত সহীহ বুখারী -এর পিডিএফ ভার্সন। এখানে আপনি বিনামূল্যে সম্পূর্ণ (এক থেকে দশ খন্ড) হাদীস গ্রন্থটি ডাউনলোড করতে বা পড়তে পারবেন নিচের লিঙ্ক থেকে।
0 Comments